অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির...
নিউজিল্যান্ডের বৈশ্বিক ইভেন্টের স্কোয়াড ঘোষণায় সব সময়ই থাকে ব্যতিক্রমী আয়োজন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলেও এই ধারা বজায় রেখেছে...
শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রাথমিক খেলা। স্বভাবতই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে। তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। বিপিএলের একাদশ আসরের পর্দা ওঠে গত ৩০ ডিসেম্বর।
গতকাল পর্যন্ত ঢাকায় হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এ ছাড়া খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস দুটি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।
সিলেট পর্বের বিপিএল শুরুর আগে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে। এদিকে, ৩ ম্যাচ শেষে বিপিএলে রাজশাহীর হার দুটি। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। এই দুই দলের কেউই এখনও জয়ের দেখা পায়নি। তবে সিলেট ঢাকার চেয়ে ২ ম্যাচ কম খেলেছে। বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ৪টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী ৩ এবং চিটাগাং কিংস সর্বনিম্ন ২টি ম্যাচ খেলবে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে।
বিপিএলে সিলেট পর্বের সময়সূচি
৬ জানুয়ারি সিলেট বনাম রংপুর বেলা ১-৩০ মিনিট, ৬ জানুয়ারি বরিশাল বনাম রাজশাহী-সন্ধ্যা ৬-৩০ মিনিট, ৭ জানুয়ারি রংপুর বনাম ঢাকা -বেলা ১-৩০ মিনিট, ৭ জানুয়ারি সিলেট বনাম বরিশাল-সন্ধ্যা ৬-৩০ মিনিট, ৯ জানুয়ারি বরিশাল বনাম রংপুর- বেলা ১-৩০ মিনিট, ৯ জানুয়ারি ঢাকা বনাম চিটাগাং -সন্ধ্যা ৬-৩০ মিনিট, ১০ জানুয়ারি রাজশাহী বনাম খুলনা- বেলা ২টা, ১০ জানুয়ারি সিলেট বনাম ঢাকা -সন্ধ্যা ৭টা, ১২ জানুয়ারি সিলেট বনাম খুলনা -বেলা ১-৩০ মিনিট, ১২ জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা -সন্ধ্যা ৬-৩০ মিনিট, ১৩ জানুয়ারি সিলেট বনাম চিটাগাং- বেলা ১-৩০ মিনিট, ১৩ জানুয়ারি রংপুর বনাম খুলনা -সন্ধ্যা ৬-৩০ মিনিট।
এসএ/সিলেট