হবিগঞ্জে অপহরণের ২ দিন পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা : ২ লাখ টাকা মুক্তি পণ

post-title

উদ্ধার ব্যাংক কর্মকর্তা

হবিগঞ্জে অপহরণের ২ দিন পর এক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাকে ফেলে পালিয়ে গেছে অপহরণকারীরা। তবে এর আগে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

অপহৃত অপহৃত আব্দুল জব্বার চৌধুরী সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক ও শহরের ইনাতাবাদ এলাকার মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে। শুক্রবার (৩ জানুয়ারি) হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে।

জানা যায়, বুধবার (১ জানুয়ারি) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল জব্বার। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে উদ্ধার তৎপরতা শুরু হয়।

অপহরণকারীরা ওই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে করে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছিল।

এদিকে, শুক্রবার ভোরে অপহরণকারীদের অবস্থান ভৈরবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ তাদের পিছু নেয় এবং পরিচয় গোপন রেখে হাতে হাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার প্রলোভন দেখানো হয়।

কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা তাকে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রেখে চলে যায়। এরপর গোয়েন্দা পুলিশ সেখান থেকে আব্দুল জব্বারকে উদ্ধার করে।

শনিবার (৪ জানুয়ারি) হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। জিডির সূত্র ধরে আমরা তাকে উদ্ধার করেছি। কর্মকর্তার স্ত্রী জানিয়েছেন তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি জানান, ওই কর্মকর্তার পরিবারের কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়েছে অপহরণ চক্রটি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এসএ/সিলেট