ওসমানীনগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-৯)।

শুক্রবার (৩ জানুয়ারি) জুম্মা নামাজের পর উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আনার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট