সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে ট্রাক চাপায় আজমান আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলর চালক একই গ্রামের আমির আলীর ছেলে শাওন (২১) গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে পাথরবাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। টুকেরবাজার ৩ ভাই ও ৪ ভাই রেস্টুরেন্টের সামনে গেলে পেছন থেকে আসা মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আজমান আলীর।

এসময় মোটরসাইকেলের চালক শাওন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তন্ময় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এসএ/সিলেট