এএইচজেড বাংলাদেশ সিলেটের “আইইএলটিএস ও...
এএইচ বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে “আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো" সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর জল্লারপারস্থ গ্রান্ড প্যালেস হোটেলে দিনব্যাপী এ...
ইক্বরার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ইক্বরা ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সৃষ্টির সেবাই সর্বোত্তম কাজ। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সবাইকে মানবিক কাজে সম্পৃক্ত থেকে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বৃহস্পতিবার ইক্বরা ইন্টারন্যাশনাল ইউকে’র ২য় দফায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইক্বরা ইন্টারন্যাশনাল ইউকে’র সেক্রেটারী শাহ রেদওয়ানুর রহমান, ইক্বরার অন্যতম ট্রাস্টি ব্যারিস্টার আহমদ আব্দুল মালিক।
ইক্বরা ইন্টারন্যাশনাল ইউকে’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে এবং বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস উন নূরের সঞ্চালনায় সিলেটের দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডে ইক্বরা প্রতিবন্ধী হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরও বলেন, ইক্বরা দীর্ঘদিন থেকে দেশে বিদেশে অসহায় মানবগোষ্ঠীর কল্যাণে কাজ করছে জেনে আমি অত্যন্ত প্রীত হয়েছি। এজন্য প্রবাসী দাতা ও এর সাথে জড়িতদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ ইক্বরা’র মানবকল্যাণমুখী সকল প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ ইক্বরা সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে অসহায় বঞ্চিত মানুষের পাশে থাকার ব্যাপারে সংকল্পবদ্ধ। অনুষ্ঠানে ইক্বরা’র বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুকতাবিস উন নূর জানান আগামী সপ্তাহেও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
এসএ/সিলেট