সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের ইংরেজি বর্ষ ২০২৫ বরণ অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে ইংরেজি বর্ষ ২০২৫ বরণ উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ক্লাব মিলনায়তনে ক্লাবের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর সভাপতিত্বে ও ক্লাব সদস্য মৌসুমী সেনের সঞ্চালনায় শুরুতে ক্লাবের ২০২৫ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের পরিচালনা পর্ষদের সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, মো. নজরুল ইসলাম, মঞ্জুর আহমদ চৌধুরী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু বকর হিরন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিম সহ  ক্লাবের অন্যান্য সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০২৫ সাল আমাদের জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ-শান্তি। তিনি ক্লাব পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

রাত ১২টা ১ মিনিটে বর্ষবরণ উপলক্ষে কেক কাটেন ক্লাবের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসএ/সিলেট