কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ৪ নম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধপথে আসা ভারতীয় চিনিসহ শ্রী সঞ্জীব মালাকার নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া এলাকা থেকে তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়। সঞ্জীব ওই এলাকার সন্তদ মালাকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে আলীনগর বিজিবির একটি দল সকাল সাড়ে ১০টার দিকে গণকিয়া এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে আসা ভারতীয় ২৯ কেজি চিনি জব্দ করে সঞ্জীবকে আটক করা হয়।
পরে বিকেলে কুলাউড়া থানায় চিনিসহ চোরাকারবারি সঞ্জীবকে হস্তান্তর করে অবৈধ চোরাচালান মালামাল বহনের দায়ে তার বিরুদ্ধে থানায় কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
এসএ/সিলেট