পিডিবির প্রাক্তন প্রকৌশলী গৌর বন্ধু দাস আর নেই

post-title

ছবি সংগৃহীত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রাক্তন প্রকৌশলী গৌর বন্ধু দাস আর নেই।শনিবার দুপুর ২টার দিকে নগরীর কাষ্টঘরস্থ তাঁর নিজ বাসভবন 'বন্ধু নিবাসে' শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এরপর শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

এসএ/সিলেট