এএইচজেড বাংলাদেশ সিলেটের “আইইএলটিএস ও...
এএইচ বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে “আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো" সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর জল্লারপারস্থ গ্রান্ড প্যালেস হোটেলে দিনব্যাপী এ...
তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেটের মুয়াল্লিম সম্মেলন
তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মুয়াল্লিম প্রশিক্ষণের মর্ম অনুযায়ী নিজে চলতে হবে ও পরিবার-পরিজনকে পরিচালনা করতে হবে। তা’লীমুল কুরআনের লক্ষ্য উদ্দেশ্য কুরআনের আলোয় আলোকিত হওয়া বিষয়টি বন্ধু-বান্ধবদের বুঝাতে হবে। কুরআনের দাবির আলোকে মুয়াল্লিমদেরকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, মহাগ্রন্থ আল কুরআনকে যারা মূল্যায়ন করবেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন। তা‘লীমুল কুরআনের নীতিমালা সহীহ কুরআন শেখার সহজ পদ্ধতি। এই পদ্ধতি আয়ত্ত করে মুয়াল্লিম ভাইদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মূল্যায়ন করেছেন সাধনা করেছেন তারা পুরস্কারও পেয়েছেন। মুয়াল্লিমদেরকে বর্তমান সমাজে তা‘লীমুল কুরআনের গুরুত্ব অনুধাবন করতে হবে। সেই আলোকে কুরআন শেখার পদ্ধতি সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
তিনি শনিবার (২৮ ডিসেম্বর) তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগর আয়োজিত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, সনদ ও পুস্কার বিতরণ এবং মুয়াল্লিম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে, সেক্রেটারী ও কেন্দ্রীয় প্যানেল উস্তায আবদুল বাছেত মিলনের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সিলেট অঞ্চল সমন্বয়ক হাফিজ আবদুল হাই হারুন, ফাউন্ডেশনের সাবেক সিলেট মহানগর সভাপতি ও তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব, আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, মহানগর সাবেক দায়িত্বশীল শায়েখ আবদুস সালাম আল মাদানী, ইত্তেহাদুল কুররা বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মাওলানা আলী হায়দার। শুরুতে দারসুল কুরআন পেশ করেন ফাউন্ডেশনের মহানগর টিম সদস্য ড. মাওলানা এএইচএম সোলায়মান।
অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, মাওলানা রুহুল আমিন, ডাঃ মাওলানা ফখর উদ্দিন পাঠান, হাফেজ মাওলানা শরীফ মোঃ শাহজালাল, মাওলানা শাহ মাহমুদুল হক, মাওলানা এখলাছুর রহমান, হাফিজ সিরাজুল ইসলাম, মোঃ সজিব খান ও ক্ব¡ারী আশরাফ আলী প্রমুখ। মুয়াল্লিম প্রশিক্ষণ পরীক্ষা ব্যাচ নং ১৭৭৯/২৪ প্রথম স্থান অর্জন করছেন মোঃ রুহুল আমিন, দ্বিতীয় স্থান অর্জন করছেন হাফেজ ইসমাঈল হুসেইন, তৃতীয় স্থান অর্জন করছেন মোঃ তায়্যিবুল ইসলাম। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন ৩০ জন। পরিক্ষায় নেন ২১ জন। মূল্যায়নে উত্তীর্ণ হয়েছেন ২১ জন।
এসএ/সিলেট