কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা...
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরতে হবে। দিকভ্রান্ত জাতিকে...
সিলেট অঞ্চল জামায়াতের সাথে আনজুমানের মতবিনিময়
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ এক যুগেরও বেশী সময় পর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজন করতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীরুল কুরআন মাহফিল।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিল আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে। কুরআনভিত্তিক কল্যাণময় সমাজ গঠনের পথকে প্রশ^স্ত করতে অতীতের মতো এবারো আনজুমানের তাফসীর মাহফিলে সফলে ধর্মপ্রাণ সিলেটবাসীকে এগিয়ে আসতে প্রস্তুত।
তিনি সোমবার রাতে সিলেট অঞ্চল জামায়াতের সাথে আনজুমানের তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আনজুমানের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার এম এ মালিক, আনজুমানের সেক্রেটারী হাফিজ মিফতাহ উদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম মাদানী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সেক্রেটারী মো: শাহজাহান আলী, আনজুমানের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, মাওলানা শামসুদ্দিন, মো: নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও ব্যবসায়ী মো: নুরুল আলম প্রমুখ।
এসএ/সিলেট