বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পতিত স্বৈরশাসকের ফেরার সুযোগ নেই: ড.জাহিদ হোসেন

post-title

ছবি সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই। সংস্কার মানুষের চাহিদার সাথে রুপ বদলায়।যারা অর্থনীতি লুটপাট করেছে তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।দেশে এখন বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।

দলের কর্মিরা মিলিত থাকলে কেউ বিভাজন সৃষ্টি করতে পারবেনা। একটি আধুনিক দলের নাম বাংলাদেশ জাতীয়তা বাদী দল। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সোমবার  বিকেলে  শহরের পাবলি খেলার মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক  কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক নূরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক  হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গৌছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু,ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, ফললু করিম বকুল, শামসুর রহমান সামছু,শফিকুল ইসলাম মতিন, সামসুর রহমান বাবুল, জসিম উদ্দিন সুমেন,জসিম উদ্দিন সালমান প্রমূখ।

এসএ/সিলেট