এএইচজেড বাংলাদেশ সিলেটের “আইইএলটিএস ও...
এএইচ বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে “আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো" সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর জল্লারপারস্থ গ্রান্ড প্যালেস হোটেলে দিনব্যাপী এ...
জালালাবাদ ও বিমানবন্দর থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে শেষ রক্ষা হয়নি। এ থেকে ভবিষ্যত ফ্যাসিবাদীদের জন্য শিক্ষা রয়েছে।
জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত মানবতার কল্যাণে ভুমিকা পালন করে আসছে। যে কোন দুর্যোগে জামায়াত সাধ্যের সবটুকু উজাড় করে জাতির পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের প্রতি জাতির আগ্রহ তৈরী হয়েছে। জনগণের সেই ভালবাসাকে কাজে লাগাতে জাতির প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমাদের মানবতাবাদী জাতীয় নেতৃবৃন্দকে কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে শহীদ করা হয়েছে। অথচ আমাদের ২ জন শীর্ষ নেতৃবৃন্দ সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি, পারবেও না কোনদিন। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করি। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যায়নি। মানবতার মুক্তি ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের ইউনিট দায়িত্বশীলদেরকে পরিপুর্ণ মুত্তাকি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
সমাজ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি শুক্রবার সকালে সিলেট মহানগরীর জালালাবাদ ও বিমাবন্দর থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ থানা আমীর ক্বারী মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, বিমানবন্দর থানা সেক্রেটারী ফরিদ আহমদ, বিমানবন্দর থানা নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী আশফাক আহমদ চৌধুরী ও উবায়দুল হক শাহীন প্রমূখ।
সমাবেশে মহানগরীর জালালাবাদ ও বিমানবন্দর থানা জামায়াতের সকল ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট