র‍‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ৩

post-title

ছবি সংগৃহীত

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামি ও মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেফতার করেছে। সিলেট জেলার বালাগঞ্জ থেকে হত্যা মামলার আসামি ও  ব্রাহ্মণবাড়িয়া থেকে বাকি দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে হত্যা মামলার আসামি আমির হোসেন নূরু এবং কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামরে মো. রহমত আলীর ছেলে মাদক কারবারি মো. সুরুজ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাইয়ুমপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আরেক মাদক কারবারি মো. সানু মিয়া। এরমধ্যে আমির হোসেন নূরু বালাগঞ্জ উপজেলার গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার আমির হোসেন নুরুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় সাধারণ জনগণ নুরুকে লাথি-কিল-ঘুষি দেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। হামলায় তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ১৩৬ নং আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটচলাকালে বেলা  ২টার দিকে একদল উশৃঙ্খল মারমুখি জনতা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জোরপূর্বক ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে সাধারণ ভোটাররা বাধা দেয়। এসময় আক্রমণকারীরা গুলিবর্ষণ করলে সায়েম আহমেদ (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বালাগঞ্জ থানাপুলিশ বাদী হয়ে পরবর্তীতে একটি হত্যা মামলা দায়ের করে।

অবশেষে এই মামলার প্রধান আসামি আমির হোসেন নুরুকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে সিলেট মহানগরের কেওয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করে র‍‍্যাব-৯ এর একটি টিম। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে, র‍‍্যাব-৯ আরও দুটি অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

র‍‍্যাব জানায়, তাদের ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১)-এর একটি টিম বুধবার দিবাগত (১৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে জেলার সদর থানাধীন খাটিহাতা বিশ্ব রোড এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ সুরুজ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।

এসময় জব্দ করা হয়েছে ১ টি কাভার্ড ভ্যান। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট