নতুন বছরের শুরু থেকেই ৫...
২০২৪ সাল বিদায় নিচ্ছে। আর মাত্র চার পাঁচদিন পর নতুন বছর শুরু হবে। পুরোনো বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি, হতাশা, জীবনের টানাপড়েনের হিসেব চুকিয়ে নতুন বছরে নতুন করে পথ...
পাঁকা পেঁপে পুষ্টিতে ভরপুর। এতে আছে ফোলেট, ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, কপার, ফাইবার এবং প্যান্টোথেনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান। রয়েছে ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে এই ফল। পেঁপে স্বাস্থ্যকর হলেও খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। কয়েকটি খাবার আছে, যা পেঁপের সঙ্গে খাওয়া ঠিক নয়। খেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায়।
দই
পেঁপে ও দই একসঙ্গে খেলে বদহজম, পেটের গন্ডগোল, বমি বমি ভাব ইত্যাদি বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ঘণ্টা চারেক পর দই খেতে পারেন।
লেবু
পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা হতে পারে। অনেকেই পাকা পেঁপের সঙ্গে লেবুর রস মেশান। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য একেবারেই ভালো নয়।
টমেটো
দই ও টমেটো একসঙ্গে খেতে নিষেধ করেন চিকিৎসকেরা। এ দুটি খাবার আলাদা আলাদাভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে খেলে বিপদ হতে পারে। অনেকে সালাদে দই, টমেটো রাখেন। যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে, গ্যাস ও বদহজমের সমস্যা থাকে তাহলে দই ও টমেটো একসঙ্গে না খাওয়াই ভালো।
এসএ/সিলেট