বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিজয় দিবস উদযাপন

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম।

সকাল সাড়ে ৮টায় ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম জাতীয় পতাকা এবং ইউনিট লেভেল কর্মকর্তা মো. মিজানুর রহমান রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দিনটি উদযাপনের কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল আলম খান, ভারপ্রাপ্ত পরিচালক (সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র), ডা. মো. আবু সালেহ খান ইনচার্জ, (মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র), রেনোয়ারা আক্তার, অধ্যক্ষ(সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ), চৌধুরী লাবিব ইয়াসির (যুব প্রধান,যুব রেড ক্রিসেন্ট  সিলেট ইউনিট) সহ আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ইউনিটের নিবেদিত প্রাণ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

পতাকা উত্তোলন শেষে ট্রেজারারের নেতৃত্বে উক্ত প্রতিষ্ঠানের সমুহের কর্মকর্তা কর্মচারী এবং সেচ্ছাসেবকদের নিয়ে সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম মুজিব জাহান ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহ কার্যক্রমের  উদ্বোধন করেন। এতে যুব সেচ্ছাসেবকরা সেচ্ছায় রক্তদান করে এবং শহিদ মিনারে আগত মানুষদের রক্তদানের লিফলেট বিতরণ করে।

এসএ/সিলেট