মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা

post-title

ছবি সংগৃহীত

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাক-হানাদার বাহিনীর কবল থেকে ৩০ লাখ শহীদ আর মা বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমাদের বীর সেনানী মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই দিন থেকে প্রতিবছর ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে ১৬ ই ডিসেম্বর  জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব'র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী কমিনিউটি নেতা এম এ কাদির।

আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ সাংবাদিক আব্দুল হাই, সদস্য সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, হুমায়ূন কবীর ফরীদি, হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুল হক শিপন, এসএম ফরিদ, গোলাম সারোয়ার।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী নিজাম উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হুমায়ূন কবির, আমিনুর রহমান জিলু, গোবিন্দ দেব, জুয়েল আহমদ, বিপ্লব দেবনাথ। পরে মহান আল্লাহ পাকের দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ দের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এসএম ফরিদ।

এসএ/সিলেট