বিয়ানীবাজারে ‘তুরাব চত্বর’ উদ্বোধন
জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ এটিএম তুরাব স্মরণে ‘তুরাব চত্বর’ উদ্বোধন করা...
ছবি সংগৃহীত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, এম এ মতিন, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, নাজমুল কবীর পাভেল, মো. দুলাল হোসেন, সজল ছত্রী, প্রত্যুষ তালুকদার, শ্যামানন্দ দাশ, দিপক বৈদ্য দিপু প্রমুখ।
এসএ/সিলেট