আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে চাই: এড. জুবায়ের

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আল্লাহ তায়ালারর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি এজন্য যে, লাখো- কোটি মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে মুক্তির দেখা পেয়েছে। সাধারণ জনগণসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই দীর্ঘ সংগ্রামে সামিল ছিলো।

বিগত সরকার জুলুম অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। গোটা জাতির অধিকার হরণ করেছে। অনেককে গুম করেছে, হত্যা করেছে। অনেককে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কারাগারে থাকতে হয়েছে।  এগুলো সব আমরা জানি, এগুলোর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছি। ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারের পতন হয়েছে।’

প্রধান বক্তা হিসেবে বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা সেলিম উদ্দিন বলেন, বর্তমানে যে শ্রমিকঙ্গনে সমস্যাগুলো ভোগ করছি, তার মুক্তির উপায় সবগুলো ইসলামিক নীতিতে আছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, তা একমাত্র ইসলামিক আইন এবং নীতি মানার মাধ্যমে আগামীতে অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে ধ্বংস করার জন্য একটি দেশ এবং রাষ্ট্রবিরোধী চক্র উঠে পরে লেগেছে।

এই বৈষম্য বিরোধী বিপ্লব সংঘটিত হয়েছে এটা যাতে কোনভাবেই নষ্ট না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকাল ২ টায় সিলেট সিটির কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর শহীদ সুলেমান হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপরোক্ত কথা গুলো বলেন।

শ্রমিকনেতা  ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মাওলানা নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা উপদেষ্টা অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সভাপতি মাহবুবর রহমান খালেদা।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নির্বাচন কমিশনার হাফিজ মাওলানা ফারুক আহমদ ২০২৫-২০২৬ সেশনের জন্য সিলেট জেলা কার্যকরী পরিষদ এর ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনা পেশ করে উপস্থিত ডেলিগেটদের সমর্থনে কমিটি অনুমোদিত হয়।

উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা হাফিজ নাজমুল ইসলাম, প্রবাসী জামায়াতনেতা আব্দুল মতিন, কামরুজ্জামান খান, আশিকুর রহমান হেলাল, আতিকুল ইসলাম, নজরুল ইসলাম, মাজহারুল হক প্রমূখগণ।

এসএ/সিলেট