গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সুস্পষ্ট নীতিমালা: ডা. জাহিদ

post-title

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে তা গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা হিসেবে পরিগণিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রস্তাবনায় গণতন্ত্রের বর্তমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ সম্ভাবনাগুলো নিয়ে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেছেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৩১ দফা এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে উঠে এসেছে।’

তিনি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে আহবায়ক কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

ডা: জাহিদ আরও বলেন, ‘মরহুম এম সাইফুর রহমান স্যারের মতো অনেক মুরুব্বীদের ত্যাগ তীতিক্ষা, শ্রম, কস্ট দেয়ার  প্রেক্ষিতে  আজকের বিএনপি এ পর্যায়ে এসেছে। তাঁদের কথা ভুলে গেলে চলবে না তো। সারা বাংলাদেশে ৪২২ জন বিএনপির নেতাকর্মী মারা গেছে জুলাই এবং আগষ্ট মাসে। আর হাজার হাজার নেতাকর্মী মারা গেছে গত সাড়ে ১৫ বছরে।’

তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলী কোথায় আছে আমরা বলতেও পারি না। তার স্ত্রী ছেলে মেয়েরা জানে না। সেকি জীবিত না মৃত।’

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ- সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

আরও বক্তব্য দেন - বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, এম এ মুকিত, নাসির উদ্দিন মিঠু, মহসীন মিয়া মধু, মোয়াজ্জেম হোসেন মাতুক, ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান, মতিন বকস, মনোয়ার আহমেদ রহমান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল,গাজী মারুফ প্রমুখ।

এসএ/সিলেট