মনে হচ্ছে মাঠ প্রশাসন নিরপেক্ষ...
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমানে যে মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয়...
ছবি সংগৃহীত
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের নির্দেশে বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন।
এর আগে ১১ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চলাকালে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারের ১ মাসের মাথায় জেল থেকে বেরিয়ে এলেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় এই নেতা।
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহিয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।
এসএ/সিলেট