মৌলভীবাজারে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই বৃদ্ধার মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের একটি বাড়িতে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই বৃদ্ধা মারা গেছে।

শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায় বাড়িটি যুবলীগ নেতার শেখ রুমেল আহমদের। তিনি ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি।

নিহতরা হলেন, শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা (৬৫) ও তাঁর চাচী ফুলেছা বেগম (৬০)।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, রাতে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। কিভাবে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে দমকল বাহিনী জানিয়েছে, হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।

নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।

এসএ/সিলেট