এএইচজেড বাংলাদেশ সিলেটের “আইইএলটিএস ও...
এএইচ বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে “আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো" সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর জল্লারপারস্থ গ্রান্ড প্যালেস হোটেলে দিনব্যাপী এ...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ড. মোহাম্মদ শাহাদাত চৌধুরী বলেছেন, শুদ্ধ উচ্চারণ এবং বাচনভঙ্গি আজীবন মানুষের সাথে থাকে। এই যোগ্যতা অর্জনের জন্য প্রচুর পরিমাণে কবিতা পড়তে হবে।
এছাড়া ভালো কণ্ঠ তৈরির জন্যও পরিশ্রমের বিকল্প নেই। পাশাপাশি বইপাঠের মাধ্যমে নিজের মেধা-মনন এবং শৈল্পিক চেতনার বিকাশ ঘটাতে পারলেই জীবনে সফল হওয়া সম্ভব।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর উদ্যোগে অষ্টাদশ কেমুসাস বইমেলায় ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসিক আল ইসলাহ সম্পাদক ও বইমেলা উপকমিটির আহ্বায়ক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে শনিবার (৭ ডিসেম্বর) বিকাল তিনটায় বইমেলা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বইমেলা উপকমিটির সদস্য সচিব কামরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাহিত্য সম্পাদক, বিশিষ্ট শিশুসাহিত্যিক প্রিন্স আশরাফ। শুভেচ্ছা বক্তব্য দেন সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, বইমেলা উপকমিটির সদস্য অ্যাডভোকেট জুনেদ আহমদ, গল্পকার মিনহাজ ফয়সল।
স্বাগত বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম আউয়াল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দরগাহ মাদরাসার শিক্ষার্থী জামিল আহমদ। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’-এর প্রতিষ্ঠাতা কবি বিমল কর, ছড়াকার ও আবৃত্তিশিল্পী মাহবুব এ রহমান। প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‘খ’ গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের বিষয় ছিল কাজী নজরুল ইসলামের কবিতা ‘শিক্ষকের মর্যাদা’। এ গ্রুপে বিজয়ীরা হলেন : প্রথম-আহনাফ আনসারি, দ্বিতীয়-আদিল জামান আবিদ এবং তৃতীয় জুনাইনাহ যিকরা ওয়াফা। ‘গ’ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তাদের বিষয় ছিল কবি ফররুখ আহমদের কবিতা ‘পাঞ্জেরী’। বিজয়ী হলেন : প্রথম-তাহিয়া রাবাব সাবাহ, দ্বিতীয়-মাতৃবা রহমান এবং তৃতীয়-আফ্রিদা রহমান। ‘ঘ’ গ্রুপে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের বিষয় ছিল কবি আসাদ বিন হাফিজের কবিতা ‘একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার’। বিজয়ীরা হলেন : প্রথম-নাঈমুল ইসলাম গুলজার, দ্বিতীয়-মাশহুদ আল হাবিব এবং তৃতীয় নাঈম বিন নিজাম।
সভাপতির বক্তব্যে মাসিক আল ইসলাহ সম্পাদক ও বইমেলা উপকমিটির আহ্বায়ক আহমদ মাহবুব ফেরদৌস বলেন, মাসিক আল ইসলাহ ১৯৩২ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এছাড়া প্রতি বৃহস্পতিবার সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে থাকে। আর অভিভাবক এবং নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলার জন্য নিয়মিত বইমেলার আয়োজন করা হয়।
উল্লেখ্য, অষ্টাদশ কেমুসাস বইমেলা সংসদের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষাসৈনিক এ এইচ সা’দাত খানকে নিবেদিত করা হয়েছে। বইমেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা। ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের ক্যালিগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসএ/সিলেট