দুর্ঘটনায় কবলিত শাবি শিক্ষকদের বাস
ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি বাস। সোমবার (২০ জানুয়ারি) টিলাগড় থেকে...
সিলেট বিভাগের নগর ও প্রান্তিক পর্যায়ের প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূরীকরণের লক্ষ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'ইংলিশ স্কলার হান্ট'র সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে 'গ্র্যান্ড ওপেনিং' অনুষ্ঠানের মাধ্যমের কার্যক্রমটির উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইংলিশ স্কলার্স হান্টের সহকারী আহ্বায়ক উম্মে লাবীবা ও তানভীর মাহমুদের সঞ্চালনায় শাবিপ্রবির ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ইংলিশ স্কলার্স হান্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ -উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করীম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ অন্য উপদেষ্টা ও অতিথিরা।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করীম বলেন, ‘আমি চাই এই আয়োজনের মাধ্যমে একজন আয়োজক অন্তত দুই জন শিক্ষার্থীর ইংরেজি ভীতি দূরীকরণে সহযোগিতা করুক। এভাবে প্রতি একজন শিক্ষার্থী অন্য দুইজন শিক্ষার্থীর ইংরেজি ভীতি দূরীকরণ করতে পারে তাহলে আজকের আয়োজন সার্থক হবে, একই সাথে আমি এই ইংরেজি শিক্ষা বিস্তার কার্যক্রমের সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০জন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন 'গ্রামার আদ্যোপান্ত'।
সার্বিক বিষয়ে ইংলিশ স্কলার্স হান্টের আহ্বায়ক নাবিলা মেহজাবিন বলেন, ‘সিলেট বিভাগের প্রায় ১৫০ টারও বেশি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ইংলিশ স্কলার্স হান্ট একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। মূলত ইংরেজি ভাষাকে বুঝে শুনে মজার ছলে বিভিন্ন ধাপে আয়ত্ত করা যায় সেটিই সিলেট বিভাগের সকল শিক্ষার্থীকে জানানোই ইংরেজি স্কলার্স হান্টের মূল উদ্দেশ্য।’ তিনি আরও বলেন, এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ হাজার শিক্ষার্থী এই ইভেন্টে যুক্ত হয়েছে। যাদের রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং গ্রামারের উপর মোট ৫ টি প্রশিক্ষণ প্রদান করা হবে। এবং পরবর্তীতে কিছু ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয়ী শিক্ষার্থীকে বের করে নিয়ে আসবো।’
এসএ/সিলেট