শাবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী জিয়া পাঠশালা

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (শাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে  'জিয়া পাঠশালা' নামে তিনদিন ব্যাপী বইমেলা।

সোমবার (২ ডিসেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বইমেলার আয়োজক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার।

বইমেলাটি ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

বইমেলার আয়োজক নাঈম সরকার বলেন, 'জিয়া পাঠশালা একটি ব্যতিক্রমধর্মী চ্যারিটি বুক স্টল, যেখানে ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রকৃত ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জাতির ইতিহাসকে সংরক্ষণ ও তা সবার কাছে পৌঁছে দেওয়া। পাঠশালার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর মানবিক উদ্দেশ্য। এখানে বিক্রি হওয়া বইয়ের পুরো আয় জুলাই-আগস্ট মাসে আহত ও বিপদগ্রস্ত মানুষের সেবায় ব্যয় করা হবে। এখানে শিক্ষার্থীরা বই পড়ার পাশাপাশি বই ক্রয় করতে পারবে।'

এসএ/সিলেট