বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের প্রস্তুতি সভা

post-title

ছবি সংগৃহীত

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির আলোচনা সভা সোমবার দুপুরে এয়ারপোর্ট রোড মজুমদারীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কমিটির সভাপতি শহিদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান।

সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, মাওলানা কারী কাজী বদিউজ্জামান, মহিলা সম্পাদিকা মর্জিনা আক্তার মনি, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক ঘোষণার সিলেট ব্যুরো প্রধান মোঃ ফখর উদ্দিন, ফটো সাংবাদিক সোহেল আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, মোঃ দুলাল মিয়া, প্রচার সম্পাদক হাসিম আহমদ প্রমুখ।

সভায় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির সিদ্ধান্ত গৃহীত হয়।

১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ এর সামন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির শহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার।



এসএ/সিলেট