আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ...
ওয়ানডেতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টিতে ঠিক তার উল্টো চিত্র দেখলো বাংলার...
লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধেই পাঁচবার বল জালে জড়িয়ে প্রতিপক্ষকে হতবাক করে দেয় মিকেল আর্তেতার দল। যদিও দ্বিতীয়ার্ধে গোলের খরা দেখা দেয়, তবুও ৫-২ গোলের ব্যবধানে সহজ জয় তুলে নেয় আর্সেনাল। এই জয় তাদের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তুলে এনেছে।
প্রথম ৪৫ মিনিটেই পাঁচটি গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় আর্সেনাল। দলের হয়ে গোল করেন গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ, এবং বুকায়ো সাকা। তাদের সমন্বিত পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচের ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে যায়।
ম্যাচে বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ- দুই ক্ষেত্রেই আর্সেনাল ছিল এগিয়ে। প্রথমার্ধে তারা ১০টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রাখতে পেরেছে, যার পাঁচটি ছিল সফল। অপরদিকে, ওয়েস্ট হ্যাম মাত্র তিনটি শট লক্ষ্যে রাখতে পেরেছে, এবং তার মধ্যে দুটি বল জালে জড়ায়।
এই জয়ের ফলে আর্সেনাল ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের সাতটি জয় ও চারটি ড্র রয়েছে। ব্রাইটন এবং ম্যানচেস্টার সিটি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ২৩ পয়েন্ট নিয়ে। তবে, সিটি একটি ম্যাচ কম খেলেছে। শীর্ষে থাকা লিভারপুল ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।
এসএ/সিলেট