নির্বাচন হলে জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে : মাহিদুর রহমান

post-title

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মাহিদুর রহমান বলেছেন, ‘নির্বাচন হলে জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দীর্ঘদিন পর ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ায় এখন গণমাধ্যম মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আইনের শাসন ও জবাবদিহিতা না থাকায় দেশে সাড়ে ১৫ বছর একটি অরাজক পরিস্থিতি বিরাজমান ছিলো। জোর যার মল্লুক তার এই নীতিতে দেশ চলছিলো।’

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তৈয়বনগর বাউরঘড়িয়া এলাকায় সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিসমিল্লাহ ইউ.কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার কে. এম আবু তাহের চৌধুরী, বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সভাপতি ও সুজনের জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ, যুক্তরাজ্য টাওয়ার হেমলেটের কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র আ. ম অহিদ আহমেদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির ট্রাস্টি উপদেষ্টা এম এ সেলিম, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি উপদেষ্ঠা আব্দুল বারি, এম এ সেলিম, যুক্তরাষ্ট্র প্রবাসী খলিল আহমদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সল আহমেদ আখন্দ, সাধারণ সম্পাদক সায়েম রহমান, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, তমাল ফেরদৌস, মু. ইমাদ উদ দীন, মো: শাহজাহান মিয়া, মো মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।

ফ্রি চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জন ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই হয়।

এসএ/সিলেট