সিলেটে ফের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটে ফের রসুন, শিং মাছসহ চোরাই পণ্য আটক করেছে বিজিবি। শুক্রবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। বিধি মোতাবেক আটক পণ্যগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় চিনি, সানগ্লাস, কম্বল, সাবান, সুপারি, সিরামিক চায়ের কাপ, গরু, গাড়ির টায়ার, শুঁটকি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানি মালামাল বহনকারী প্রাইভেটকার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা। যার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৩৪ হাজার টাকা।

২৫ থেকে ২৭ নভেম্বর সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

এসএ/সিলেট