বিচ্ছেদের পর কী পরিকল্পনা ছিল সামান্থার?

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। এর আগে ২০২১ সালে সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন তিনি।  তৃতীয় ব্যক্তি হিসাবে শোভিতা ধূলিপালার প্রবেশেই তাদের দাম্পত্যে চিড় ধরে বলে জানা গেছে। এরপরও সর্বত্রই নিশানায় রাখা হয় সামান্থাকেই। সেই সময়টা কীভাবে সামাল দেন নিজেকে? শোভিতার সঙ্গেই চার হাত এক করতে চলেছেন নাগা।

বিবাহবিচ্ছেদ হলে সমাজের আতসকাচ কেবল নারীদের ওপরেই পড়ে। নানা ধরনের মন্তব্য করা হয় নারীদের নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন সামান্থা রুথ প্রভু।

অভিনেত্রী বলেন, দুর্ভাগ্যবশত আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি। কিছু ঘটলেই নারীদের উপরে দোষ চাপানো হয়। পুরুষকে কিছুই বলা হয় না, তা নয়। কিন্তু নারীদের অনেক বেশি অপমান করা হয়। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়। বাস্তবেও তাদেরই নিন্দা করা হয়। আর মাত্র কটা দিন। তার পরই শোভিতা ধূলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সামান্থার সাবেক স্বামী নাগা চৈতন্য। অন্যদিকে সামান্থা ডুব দিয়েছেন আত্মপ্রেমে। তবে নাগার সঙ্গে বিয়ের ভেঙে যাওয়ার পর, এখনকার সামান্থার মধ্যে পরিবর্তন এসেছে অনেকটাই।

 নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর তার মনের সব দরজা বন্ধ হয়ে গেছে, সে কথা আগেই জানিয়েছিলেন সামান্থা। এবার জানালেন সাবেক স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেমন ছিলেন তিনি। এ অভিনেত্রী বলেন, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। জগৎটা ছোট হয়ে আসে যেন। ২০২১ সালে আমার জীবনে এমন কিছু যে হবে স্বপ্নেও ভাবিনি। এর পর থেকে প্রত্যাশা রাখাই ছেড়ে দিয়েছি। যেভাবে জীবনে যা কিছু আসবে তা গ্রহণ করব। বিবাহবিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সব অসুস্থতা জয় করে ফের ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা।

এসএ/সিলেট