শেখ হাসিনা-শেখ রেহানার ব্যাংক হিসাব...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ...
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম প্রাইভেটকারে চড়ে চট্টগ্রামে নিহত আইনজীবী আলিফের কবর জিয়ারত করতে লোহাগাড়া উপজেলার চুনতির ফারাঙ্গায় যান। ফেরার পথে তাদের প্রাইভেটকারটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে সারজিস ও হাসনাত অক্ষত রয়েছেন। পুলিশ ট্রাক ও গাড়িটি থানায় নিয়ে যায়। একই সঙ্গে ট্রাকটির চালক ও হেল্পারকে আটক করে।
লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম জানান, আটক ট্রাক চালকের নাম মুজিবর রহমান (৪০)। চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টহল পুলিশের পাহারায় সারজিস ও হাসনাতকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসএ/সিলেট