র্যাবের অভিযানে হত্যা মামলার দুই...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার...
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদ সহ আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি হাবিবুর রহমান (৩৮)ও রয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
হাবিবুর রহমান ছাড়া অন্য দুজন হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত, নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী।
পুলিশ জানায়, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে স্থানীয় ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) তল্লাশী চালায় পুলিশ।
এসময় প্রাইভেট কারে থাকা তিন ব্যক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টি সহ মোট ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।
এসএ/সিলেট