আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ...
ওয়ানডেতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টিতে ঠিক তার উল্টো চিত্র দেখলো বাংলার...
দুই দিন ব্যাপী আইপিএল মেগা নিলামের প্রথম দিনে বিক্রির জন্য নিলামে নাম উঠে ৮৪ জন ক্রিকেটারের। এর মধ্যে ৭০ জন ক্রিকেটার দল পেয়েছেন। যেখানে ২৪ জন বিদেশি ক্রিকেটার। তবে নিলামের অপেক্ষায় থাকা বাংলাদেশি ১২ ক্রিকেটারের কারোরই নাম উঠেনি প্রথমদিনে। অপেক্ষা তাই দ্বিতীয় দিনের।
দ্বিতীয় দিনে কি দল পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা। কপাল খুলবে তাসকিন, রিশাদ ও শরিফুল নাহিদ রানাদের। আইপিএলে খেলা ১০টি দলের হিসেব বলছে এখনও সেই সম্ভাবনা ফুরিয়ে যায়নি বাংলাদেশের। নিয়ম অনুযায়ী, দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে।
সব মিলিয়ে এখনও ৪৬ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন আসন্ন আইপিএলে। আর সেখানটাতে তাই বাংলাদেশের দুই একজনের দল পাওয়ার সম্ভাবনা থাকছেই। তাই প্রথম দিন দল না পেলেও দ্বিতীয় দিনে কপাল খুলতে পারে বাংলাদেশি ক্রিকেটারের।
বাংলাদেশ থেকে ১২ জন হচ্ছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব ৯, মুস্তাফিজ ৭ এবং লিটন এক মৌসুম আইপিএলে খেলেছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন- লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মেহেদি, তানজিম, হাসান ও রানা।
এসএ/সিলেট