দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় চিনিসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজর আলীর পুত্র আছকির আলী এবং একই গ্রামের আব্দুন নুরের পুত্র মাইনুদ্দিন। 

পুলিশ জানায়, শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আটককৃতদের বসতঘর থেকে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাইপথে নিয়ে আসা ৫২ বস্তা ভারতীয় চিনিসহ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার ওসির দিক নির্দেশনায় অভিযানে অংশ নেন এস আই মোহাম্মদ আতিয়ার রহমান, এএসআই সুমন চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া চোরাই চিনি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

এসএ/সিলেট