সিলেট চেম্বারে ৫ ডিসেম্বরের মধ্যে...
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সে আওয়ামী স্বৈরাচারের মদদপুষ্ট পরিষদ বাতিল করে প্রতিনিধিত্বশীল পরিচালনা পর্যদ গঠনের দাবি...
জেজিটিডিএসএল এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা
পেট্রোবাংলার অধীনস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল), সিলেট ২০২৩-২০২৪ অর্থবছরে ৭৩৩১.৩৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে।
প্রতিষ্ঠানের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য তুলে ধরা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৬টায় কোম্পানির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্ এর সভাপতিত্বে পেট্রোবাংলার সভা কক্ষ-১, পেট্রোসেন্টার, ৩ কাওরান বাজার, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকার, শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।
নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানি ৩৯১৭.৮১৯ এমএমসিএম গ্যাস বিক্রি করে মোট ৭৩৩১.৩৭ কোটি টাকা রাজস্ব আয় করে।
আলোচ্য অর্থবছরে কোম্পানি ডিএসএল,ডিভিডেন্ড, আয়কর ও আমদানিশুল্কসহ মোট ১৮৫.৮২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে। কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের সার্বিক কর্মকান্ডে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন।
এসএ/সিলেট