মহানগর আইনজীবী ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ

post-title

ছবি সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। দলীয়করণের মাধ্যমে বিচার বিভাগকে বিরোধী মত দমনে নগ্নভাবে ব্যবহার করেছে।

হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে দেশপ্রেমিক আইনজীবীগণ বিরোধী নেতাকর্মীদের হাজার হাজার মামলার জন্য আইনী লড়াই চালিয়ে গেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আইনজীবীদের অবদান স্মরনীয় হয়ে থাকবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণকে আরো বেশী ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার বিকেলে সিলেট মহানগরীর পেশাজীবী থানা-১ এর অন্তর্গত আইনজীবী ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পেশাজীবী থানা-১ এর আমীর এডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে দারসুল কুরআন পেশ করেন এডভোকেট মোঃ আব্দুল আহাদ।

কর্মী সমাবেশে সভাপতি হিসেবে এডভোকেট আজীম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুল খালিক, বায়তুলমাল সম্পাদক এডভোকেট মোহাম্মদ আসাদুল্লাহকে মনোনীত করে আইনজীবী ওয়ার্ড শাখার সেটিং সম্পন্ন হয়।  আগামী ২০২৫-২৬ সেশনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

এসএ/সিলেট