কুয়াশায় দেখতে না পেয়ে...
প্রচণ্ড কুয়াশায় দেখতে না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।...
হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ পেশাদার মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার অভিযান চালানো হয় বলে র্যাব জানায়।
এর মধ্যে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চন্দনা ধলাইপাড় নামক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদককারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. কাজল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা ধলাইপাড় মৃত জহুর হোসেনের পুত্র।
এছাড়াও র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আভিযানিক দল বুধবার (২০ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় ২ পেশাদার মাদককারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দিতপুর গ্রামের ইমরান শাহ এর পুত্র শাহীন ও ফেনী জেলার পশুরাম থানার মহেশপুরষ্করনী গ্রামের মো. হাছান এর পুত্র ওমর ফারুক।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট