সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মেডিকেল...
নব নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলোচিত সিএনজি চালক সুজিত দাশ হত্যা মামলার ৩ পলাতক আসামীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আনছার আলীর পুত্র আলী হায়দার, হবিগঞ্জ সদরের নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর হাফিজুর রহমান ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পনারআব্দা গ্রামের আব্দুল হাই এর পুত্র মো. শিবলু মিয়া।
আটক আসামীদেরকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, সুনামগঞ্জ জেলার রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। গত ১৬ নভেম্বর বিকেলে তিনি তার সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুরে যান। আনুমানিক রাত ৯টার স্থানীয়রা রানীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই শতশত মানুষ সেতু এলাকায় ভিড় করেন। স্থানীয়দের ধারণা সিএনজি ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের ভাই সুবাস দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসএ/সিলেট