আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপির দোয়া

post-title

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনা করে মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর নগরীর কুমারপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় ১৮নং ওয়ার্ড বিএনপির ১নং সদস্য আরিফুল হক চৌধুরীর আশু আরোগ্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ঈমাম হাফিজ মাওলানা শফিকুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুমারপাড়ার প্রবীণ মুরব্বি মোহাম্মদ জাহেদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, মহানগর বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, মহানগর বিএনপির নির্বাহী সদস্য ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা  মুফতি রেদোয়ান আহমদ, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাকের আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল হক সুন্না, দপ্তর সম্পাদক সিরাজ আহমদ, কুমারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল হাদি, মুয়াজ্জিন মাওলানা জামিল আহমদ, সালাম আহমদ, ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরিফ প্রমুখ।

এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লীয়ান দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সাবেক মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী উন্নত চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

এসএ/সিলেট