সিলেটে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, ‘দিন দিন সাংবাদিকতার চ্যালেঞ্জ বাড়ছে। পেশাদারিত্ব ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। নতুন যারা সাংবাদিকতায় আগ্রহী তাদেরকে বাস্তবতা জেনে পা বাড়াতে হবে।’

তিনি সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড নিউজ নেটওয়ার্কের উদ্যোগে এবং ইন্টার প্রেস নেটওয়ার্কের (আইপিএন) সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত আয়োজন করা হয়।

কর্মশালার কো-অর্ডিনেটর, সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, দৈনিক মানবজমিনের কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমান, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, ডেইলি ট্রাইব্যুনালের সিলেট ব্যুরো চিফ মো. আব্দুর রাজ্জাক।

কোরআন তেলাওয়াত করেন, প্রশিক্ষণার্থী আব্দুল বাসিত। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রশিক্ষণার্থী মোহাম্মদ জামাল আব্দুল নাসের, সন্দিপন শুভ, মোহাম্মদ পারভেজ খান। উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ, ফয়সল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক ক্ষেত্রে পেশাগত জ্ঞান অত্যন্ত জরুরি। চ্যালেঞ্জ জেনেই বুঝেশুনে জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত।

তারা আরও বলেন, সিলেট অঞ্চলের অনেক সাংবাদিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। এখন সেই পরিসরে মানুষ তৈরি হচ্ছে তুলনামূলক কম। নতুন যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিচ্ছেন তারা পেশাদারিত্ব নিয়ে এগিয়ে গেলে সিলেট অঞ্চলের সেই ঐতিহ্য আবারও শানিত হবে।

তিন দিনের কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন, দৈনিক সিলেট মিরর’র সম্পাদক আহমেদ নূর, দৈনিক মানবজমিনের কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক’র প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এসএ/সিলেট