কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

post-title

প্রতীকী ছবি

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা ২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কবির হোসেন (১৫)। সে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে পরষ্পর ক্রস করছিল।

এসময় ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা বেপরোয়া গতির মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে সজোরে ধাক্কা খায় এবং চালক কবির ডানদিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীর কোনো ক্ষতি হয়নি।

কোম্পানীগঞ্জ থানাপুলিশ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট