বিয়ে নিয়ে প্রশ্নে যা বললেন হানিয়া আমির

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশের অনেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্য। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। বলছিলাম পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী হানিয়া আমিরের কথা।

সম্প্রতি শেষ হওয়া হানিয়া অভিনীত 'কাভি মে কাভি তুম' ড্রামা সিরিজ নিয়ে পাকিস্তান-ভারতের পাশাপাশি বাংলাদেশী দর্শকদেরও আগ্রহের মাত্রা ছিল চূড়ান্তে। এক দম্পতিকে নিয়ে এই সিরিজ। এতে মুস্তাফা ও সারজিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া। এছাড়াও বিভিন্ন চলচ্চিত্র ও টিভিনাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন হানিয়া।


সম্প্রতি, লন্ডনের একটি কনসার্টে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা যায় তাকে। হানিয়াকে দেখেই দিলজিৎ মঞ্চে ডেকে নেন। এবং একটি গান উৎসর্গও করেন তাকে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। অনেক অনুরাগী তার বিয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত চর্চা করেন। এবার নিজের বিয়ে প্রসঙ্গ নিয়ে এক অনুরাগীকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুবই সাধারণ মানুষ। যখন বিয়ে করব, সবাইকে জানাব। অবশ্যই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেব।’

তার ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্ডার মানুষকে আলাদা করতে পারে না। সত্যিকারের ভালোবাসাকে কোনো বাধাই আটকাতে পারে না। ভক্তদের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই। তাদের ভালোবাসার জন্যই আমি এখানে। যে কারণে প্রায়ই নিজ দেশের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করি। ভক্তদের সঙ্গে দেখা করার বিষয়টা আমার কাছে খুব আনন্দের।’


ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ভিডিও শেয়ার করার পর তার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য হানিয়া আলোচনায় আসেন। পরে অভিনয় শুরু করেন তিনি। সিনেমা এবং বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেছেন। বাংলাদেশসহ বিশ্বব্যাপী তার অনুরাগী রয়েছে। তিনি তার কাজের মাধ্যমে ভক্তদের কাছে নন্দিত শিল্পী হয়ে বেঁচে থাকতে চান।


এসএ/সিলেট