দেশের অর্থনীতির ভীত মজবুতে আয়কর...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন দেশের অর্থনীতির ভীত মজবুতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের এক যুগ পুর্তি ও সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা '২৪ অনুষ্ঠিত হয়েছে। "একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" স্লোগানকে সামনে রেখে।
শুক্রবার (১৫ নভেম্বর) যুগপুর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এস এম ফোরকানের সঞ্চালনায় এবং বোরহানউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো.আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদুল হক, এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঁধনের উপদেষ্টা বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি ড. আলিমুল ইসলাম রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।একইসাথে বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে সবাইকে সতর্কতা অবলম্বনের আহবান জানান। অনুষ্ঠানে ২২ জন রক্তদাতাকে সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়।
যুগপুর্তি অনুষ্ঠানে বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো.গাজী শামীম সহ বাঁধনের সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট, মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট এবং বৃন্দাবন সরকারি কলেজ ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ই নভেম্বর যাত্রা শুরুর পর একযুগে বাঁধন সিকৃবি ইউনিট ৪ হাজারের বেশি ব্যাগ রক্ত বিনামূল্যে দান করার পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছে।
এসএ/সিলেট