সিরীয় সংঘাতে এবার রাশিয়া-তুরস্ক...
সিরিয়ার সামরিক বাহিনী রোববার (১ ডিসেম্বর) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে। একই সময়...
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজার কাছে একটি নার্সিং হোমে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সম্প্রতি ভয়াবহ বন্যায় দুই শতাধিক নিহতের শোক কাটিয়ে না উঠতেই ঘটল এমন দুর্ঘটনা।
স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরের দিকে মূল শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ভিলাফ্রাঙ্কা দে এব্রোতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ডিমেনশিয়া (চিত্তভ্রংশ) ও মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের চিকিৎসার জন্য ওই নার্সিং হোমে ৮২ জন বসবাস করছিলেন।
ভিলাফ্রাঙ্কা দে এব্রোর মেয়র ভলগা রামিরেজ নার্সিং হোমের বাইরে সাংবাদিকদের বলেন, আগুনের তীব্র ধোঁয়া এই মৃত্যুর জন্য দায়ী হতে পারে। তিনি বলেন, 'ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের কারণে এমনটা হয়েছে।'
ভিলাফ্রাঙ্কা দে এব্রোসহ আরাগনের আঞ্চলিক সরকারের প্রধান জর্জ আজকন ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পির তারা এক্স-এ লিখেছেন, এই অঞ্চলের সমস্ত সরকারি ইভেন্টগুলো আজকের জন্য বাতিল করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও শোক প্রকাশ করেছেন।
দেশটির ভ্যালেন্সিয়া অঞ্চলে সম্প্রতি ভয়াবহ আকস্মিক বন্যায় দুই শতাধিক মানুষ নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। স্পেনের সাম্প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এর কয়েক সপ্তাহের মধ্যে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
এসএ/সিলেট