আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ...
ওয়ানডেতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টিতে ঠিক তার উল্টো চিত্র দেখলো বাংলার...
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে পিছিয়ে পড়ার পরও দারুণ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়েছে প্যারাগুয়ে। আন্তোনিও সানাব্রিয়া সমতা ফেরানোর পর প্যারাগুয়ের জয় এনে দেন ওমার আলদেরেতে। প্যারাগুয়ের মাঠ আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে আর্জেন্টিনা ম্যাচটি হেরেছে ২-১ ব্যবধানে। অবশ্য হারের পরও পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে লিওনেল মেসির দল।
প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে আজ পুরো সময়ই খেলেছেন মেসি। তবে দলের সেরা তারকাকে পুরো সময় খেলিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিওনেল স্কালোনির দল। ম্যাচে অবশ্য প্রথম লিডের দেখা পেয়েছিল আর্জেন্টিনাই। ১১ মিনিটে বা পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ।
১৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমে গুস্তাভো গোমেজের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারায় কয়েক জনের পা ঘুরে বল পেয়ে যান ভেলাসকেস। তার ক্রস থেকে অসাধারণ বাইসাইকেল কিকে বল জালে পাঠান সানাব্রিয়া। ছয় মিনিট পর লক্ষ্যভ্রষ্ট শট নেন মেসি। ৪৪ মিনিটে মেসির শট ব্লক হলে পেয়ে যান আলভারেজ। তবে তার শট ধরতে সমস্যা হয়নি গোলরক্ষক রোবার্তো ফার্নান্দেজের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় প্যারাগুয়ে। গোমেজের ফ্রি কিক থেকে দারুণ এক ডাইভিং হেডে দলকে এগিয়ে দেন আলদেরেতে। ৬৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন রদ্রিগো ডি পল। ৭৯ মিনিটে মেসির দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।
হারলেও ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলা কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ছুঁয়ে ফেলার। ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা দলটি আগামীকাল খেলবে উরুগুয়ের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে আসা প্যারাগুয়ের পয়েন্ট ১৬।
এসএ/সিলেট