‘আমি যা অর্জন করেছি তার...
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি জানান, কলকাতায় এসে অভিনেত্রী...
বিরতি ভেঙে নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। দুই বছর পর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘যেদিন আমি থাকব না’। স্নেহাশীষ ঘোষের লেখা এ গানের সুর করেছেন মুহাম্মাদ মিলন। সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি। দ্বৈত এ গানটিতে পূজার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সৈকত রেজার পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেলও হয়েছে এই শিল্পী জুটি।
এ আয়োজন নিয়ে পূজা বলেন, নতুন গানের প্রত্যাশায় ছিলেন অনেকেই। অবশেষে দেরিতে হলেও শ্রোতাদের সে প্রত্যাশা পূরণে নতুন বেশ কিছু গানের আয়োজন শুরু করেছি। চেষ্টা করছি, প্রতিটি গানেই ভিন্নতা তুলে ধরার। সে কারণেই ফোক সুরের ছোঁয়ায় বিরহের এ গান তৈরি করা।
পূজা আরও বলেন, দ্বৈত গানের প্রকাশনা দিয়েই বিরতি ভাঙতে চেয়েছি। তাই দ্বৈত এ আয়োজনে সহশিল্পী হিসেবে আবারও কাজী শুভকে বেছে নেওয়া। কারণ, গত ১০ বছরে আমাদের গাওয়া সব গানই শ্রোতারা পছন্দ করেছেন। আশা করছি, ‘যেদিন আমি থাকব না’ গানটিও শ্রোতার ভালো লাগবে।
এসএ/সিলেট
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি জানান, কলকাতায় এসে অভিনেত্রী...
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। এর আগে ২০২১ সালে সামান্থার...
রোমান্টিক নায়িকার খোলসে কখনোই নিজেকে বন্দি রাখতে চাননি কৃতি শ্যানন। যখনই সুযোগ পেয়েছেন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই অভিনেত্রীর...
উর্বশী রাউতেলাকে বলা হয় বলিউড নায়িকাদের মধ্যে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। একাধিক বার বিতর্কে নাম জড়ালেও তার পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনও ঘাটতি হয়নি। এর আগে...
২০১৮ সালে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন টালিউডের নায়িকা নুসরাত জাহান। এরপর তাদের আর একসঙ্গে দেয়া যায়নি। আবারও শাকিব...