সুনামগঞ্জ থেকে নিখোঁজ ২ তরুণী ঢাকা থেকে উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর থেকে গত ৪ নভেম্বর নিখোঁজ হওয়া  দুই তরুণীকে ঢাকার ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার ডেমরা থেকে তাদের উদ্ধার করে। 

উদ্ধারকৃতরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চান্দালিপাড়া গ্রামের মরজিনা (১৬) ও আকলিমা (১৬)।

পুলিশ জানায়, তারা দুজন গত ৪ নভেম্বর কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান না পেয়ে গত ১০ নভেম্বর তাদের বাবারা থানায় জিডি করেছিলেন।

মধ্যনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সজীব রহমান জানান, তথ্য প্রযুক্তির প্রচেষ্টায় ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে নিখোঁজ ২ তরুণীকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

এসএ/সিলেট