হবিগঞ্জে আগুনে বসতঘর পুড়ে...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে লেপ-তোষকে আগুন লেগে দেলোয়ার হোসেন হৃদয় নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়েছে।শুক্রবার (২৯ নভেম্বর)...
হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা ও ৬৬ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের চৌধুরী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চৌধুরী বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে পলাশ ট্রেডার্সকে ৫০ হাজার, সুমন ট্রেডার্সকে ৫০ হাজার ও সিফাত ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। যারা এই রকম অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমাদের জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
এসএ/সিলেট