বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, নওগাঁর...
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে নওগাঁ। সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু এ জেলার মানুষ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি...
সারাদেশে আগামী কয়েকদিনে দিন-রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী অন্তত পাঁচ দিন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা কমবে এবং হালকা শীত অনুভূত হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
শুক্রবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এসএ/সিলেট