বোমা আতঙ্কে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ

post-title

ছবি সংগৃহীত

কলকাতাগামী ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ বৃহস্পতিবার সকালে রায়পুর বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। জানা গেছে, ওই ফ্লাইটে ১৮৭ যাত্রীসহ ছয় ক্রু ছিলেন।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পরে নাগপুর থেকে কলকাতার উদ্দেশে উড্ডয়ন করা বিমানটিকে সরিয়ে নেওয়া হয়েছিল। বিমানটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে সকাল ৯টার কিছু পরে অবতরণ করে। পরে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য দ্রুত বিচ্ছিন্ন উপসাগরে নেওয়া হয়।

তিনি আরও বলেন, কারিগরি কর্মীরা এবং বোমা স্কোয়াডের সদস্যরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।

এসএ/সিলেট