ব্যবসায়ী সোহেলের ইন্তেকাল, মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের শোক

post-title

ছবি সংগৃহীত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও পলি অটো-২ এর মালিক কবির উদ্দিন সোহেল (৫৫) আর নেই।  তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের সময় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)।

তিনি নূর উদ্দিন গোলাপ এর ছেলে এবং টুলটিকর গোলাপবাগ সন্ধি-২৪ এর বাসিন্দা। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার (১৪ নভম্বের) বাদ যোহর টুলটিকর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
কবির উদ্দিন সোহেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ, সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সভাপতি আবুল কালাম মনসুর মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে কবির উদ্দিন সোহেলের মৃত্যুতে সিলেটের সকল মোটরসাইকেল পার্টস এর দোকান বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ। তারা যোহরের নামাজের পর টুলটিকর জামে মসজিদে জানাযার নামাজে অংশগ্রহন করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

এসএ/সিলেট